বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

 পেকুয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

 পেকুয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়ায় শিলখালী ইউপি চেয়ারম্যান কামাল হোছাইন ওরফে ইউরো কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে চকরিয়া থানা পুলিশ চকরিয়া পৌরসভার বাটাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

চকরিয়া থানার এসআই ইমরুল হোসেন গ্রেপ্তারের বিষয় জানিয়ে বলেন, গোপন সংবাদে জানতে পারে বাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় তাকে গ্রেপ্তার করা হয়। আটক আসামির বিরুদ্ধে পেকুয়া থানায় একাধিক মামলা রয়েছে। 

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি (তদন্ত) দূর্জয় বিশ্বাস বলেন, গ্রেপ্তার চেয়ারম্যান কামাল হোসইনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ